নগরীতে ৪ লিটার চোলাই মদসহ আটক ১
দ. প্রতিবেদক
খুলনার দৌলতপুরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৪ লিটার চোলাই মদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকর মোঃ আল আমিন মুন্সি (৩৪) দৌলতপুর দত্তবাড়ী এলাকার মোঃ আজহার আলীর ছেলে। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থেকে ৪ লিটার দেশী চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আল আমিন মুন্সিকে আটক করা হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ