নগরীতে ৩৪ বোতল ফেন্সিডিলসহ নারী আটক
দ: প্রতিবেদক
খুলনায় ৩৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মোছাঃ রানী বেগম @ রানু (৪০) যশোরের কোতয়ালী থানার বাহাদুরপুড় হাইস্কুল মোড় এলাকার নেয়ামত মোল্লার ছেলে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় তাকে আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক জোনাল অফিসের সামনে থেকে তাকে ৩৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
তিনি আরও জানান, আটক নারী দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে যশোর এর কোতয়ালী থানায় ১টি মাদকের মামলা রয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।