নগরীতে ৩৪৪ বোতল ফেন্সিডিলসহ আটক ২
দ. প্রতিবেদক
খুলনা মহানগর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৪৪ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটকরা হলেন- সাতক্ষীরার সদর পুরাতন সাতক্ষীরা গফুর সাহেবের বাগানবাড়ি এলাকার মোশারফ হোসেনের ছেলে মোঃ জাহিদুর রহমান জুয়েল (৩০) এবং একই থানার কাঠিয়া সরকারপাড়া এলাকার নুর আলী গাজীর ছেলে আঃ আজাদ (৫০)।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জাহাংগীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন গল্লামারী পুলিশ বক্স এর বিপরীতে বাংলাদেশ বেকারির সামনে পাঁকা রাস্তা থেকে ৩৪৪ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ