January 20, 2025
আঞ্চলিকলেটেস্ট

নগরীতে ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে আটক ৬, মাদক উদ্ধার

দ. প্রতিবেদক
খুলনায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ছয় মাদক বিক্রেতাকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এসময় তাদের কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও মিডিয়া) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলÑ রেলওয়ে পানির ট্যাঙ্কি এলাকার মৃত ওয়াহেদ ফরাজীর পুত্র মোঃ খোকন ফরাজী (৫৪), রূপসার আমদাবাদ এলাকার কবির শেখের পুত্র শাওন শেখ (২০), খালিশপুর নয়াবাটির মোঃ শাহাদাৎ হোসেনের পুত্র মোঃ আলামিন হোসেন (২৫), পিপলস জুট মিলস পাঁচতলা কলোনীর মৃত আহাম্মদ উল্লার পুত্র মোঃ ফাহিম (২০), হাউজিং স্টেট পুরাতন কলোনীর মোঃ রফিকুল ওরফে রাজু (২৪), দৌলতপুর মহেশ্বরপাশার আব্দুল কাদের হাওলাদারের পুত্র মোঃ আল আমিন হাওলাদার (২৫)।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *