নগরীতে ১৯৬০ পিস ইয়াবাসহ নারী আটক
দ: প্রতিবেদক
নগরীতে ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম ইয়াবা ট্যাবলেট এর গুড়াসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লবণচরা থানা পুলিশ। আটক ফাতেমা বেগম (৫০) কক্সবাজারের টেকনাফ থানাধীন রঙ্গিখালী এলাকার মফিজ আলমের স্ত্রী। গত বুধবার রাতে তাকে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এর টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এ বিষয়ে তার বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।