নগরীতে ১৬০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক
দ: প্রতিবেদক
খুলনায় ১৬০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা। আটককৃত চন্দন ঘোষ (৪৫) নগরীর সদর থানাধীন রেল কলোনী ষ্টেশন রোডের নিমাই ঘোষের ছেলে। গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আমিনুল কবীর তরফদার জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক রেল কলোনী ষ্টেশন রোড বার্মাশিল এলাকার চন্দন ঘোষ এর ঘরে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় ১৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আসামী দীর্ঘদিন ধরে খুলনা মহানগরের সদর থানার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে তিনি জানান।