নগরীতে ১৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দ. প্রতিবেদক
নগরীতে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। আটক সরোয়ার হোসেন শেখ নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়া খামার বিকে মেইন রোড এলাকার বাসিন্দা। গতবাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, মেজর মোঃ আনিস-উজ-জামান এবং এএসপি মোঃ তোফাজ্জল হোসেন (স্পেশাল কোম্পানী) র্যাব-৬ খুলনা এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরের সদর থানাধীন আল-হেরা জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয় এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে আটক আসামীকে সদর থানায় হস্তান্তর পূর্বক মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।