নগরীতে স্বাস্থ্যসম্মত আধুনিক পয়:নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, অধিকতর নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে নগরীতে স্বাস্থ্যসম্মত আধুনিক পয়:নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। খুলনা সিটি কর্পোরেশন ইতোমধ্যে মানববর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে। পাশাপাশি মহানগরীতে আধুনিক পরিবেশবান্ধব পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ওয়াসা কর্তৃক ‘খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’ নামে জনগুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করায় সিটি মেয়র ওয়াসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, গৃহীত প্রকল্পটি বাস্তবায়িত হলে আধুনিক নগরী বিনির্মাণে খুলনা মহানগরী কয়েক ধাপ এগিয়ে যাবে।
সিটি মেয়র বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি ও ওয়াসা কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। ওয়াসা কর্তৃক গৃহীত ‘খুলনা পয়:নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উভয় সংস্থার মধ্যে সমন্বয় সাধনের জন্য এ সভার আয়োজন করা হয়। আধুনিক নগর জীবনের জন্য সহায়ক এ প্রকল্প বাস্তবায়নে কেসিসি’র পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার পাশাপাশি উভয় সংস্থা সমন্বিতভাবে কাজ করবে বলে তিনি ওয়াসা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ পিইঞ্জ, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) এমডি কামাল উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহমেদ, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, এডিবি’র পরামর্শক সুধীর কুমার ঘোষ, কেসিসি’র সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, শেখ মোহাম্মাদ মাসুদ করিম, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নুরুন্নাহার এ্যানী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ