January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

নগরীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক

দ. প্রতিবেদক
খুলনায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এরশাদ মুন্সি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে আটক করা হয়। আটক এরশাদ মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি উত্তরপাড়ার মৃত শওকত মুন্সির ছেলে।
ভিকটিমের পরিবার ও স্থানীয়রা জানায়, গত ১৩ অক্টোবর দুপুর পৌনে ১২টার দিকে ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী রাজা মেম্বরের বাড়ি পাশে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে এরশাদ। শুক্রবার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মায়ের কাছে ঘটনাটি খুলে বলে স্কুলছাত্রী। পরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত এরশাদকে আটক করা হয়েছে। শুক্রবার ভিকটিমের মেডিকেল টেস্টের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *