নগরীতে সাড়ে ৮ কেজি গাঁজা ও ৩৫ পিস ইয়াবাসহ আটক ৬
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
আটকরা হলেন- ডুমুরিয়ার ভান্ডার পাড়া গ্রামের মৃত আসলাম শিকদারের ছেলে মোঃ শাকিল হোসেন (১৯), মহানগরের লবণচরা জিরোপয়েন্ট এলাকার মোঃ নুর জামাল মোল্লার ছেলে লালু উদ্দিন (২০), যশোরের অভয়নগর উপজেলার মৃত আব্দুল হক গাজীর স্ত্রী মনজিলা বেগম (৬৪), যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের মৃত হাওলা বক্সের ছেলে মোঃ মহাসিন বক্স (৫৭), নগরীর রায়পাড়া মেইন রোড এলাকার মান্দার গাজীর ছেলে বুলবুল গাজী (৬০), এবং মহানগরীর ডালমিল মোড় সংলগ্ন বিসমিল্লাহ মহল্লা মালেক সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মোঃ লিটন মোল্যার ছেলে মোঃ রনি মোল্যা (২৪)।