December 25, 2024
আঞ্চলিকলেটেস্ট

নগরীতে সাড়ে ৬ হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক ২

 

দ: প্রতিবেদক

খুলনায় ৬ হাজার ৫১০ লিটার চোরাই ডিজেলসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৬। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর খালিশপুরের পদ্মা ওয়েল কোম্পানির পাশে বালিরঘাট নামক স্থান থেকে তেল বিক্রির সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন নিশাদ জাহাজের ক্যাপ্টেন আবদুল করিম জাহাঙ্গীর (৩৩) ও নগরীর খালিশপুর কাশিপুর যমুনা রোডের মিজানুর রহমানের ছেলে রকি মোল­া (৩৫)। আব্দুল করিমের জাহাঙ্গীরের বাড়ি নওগাঁ জেলার বদলগাছি থানার লক্ষীপুর গ্রামে।

র‌্যাব-৬ এর কোম্পানির কমান্ডার মেজর মোঃ শামীম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর থানাধীন পদ্মা ওয়েল কোম্পানীর পাশে বালির ঘাট নামক স্থানে কতিপয় দুস্কৃতিকারী তৈল অবৈধভাবে ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চৌকস আভিযানিক ভোর ৪টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার করে ও ৬ হাজার ৫১০ লিটার চোরাই ডিজেল জব্দ করে।

তিনি আরও জানান, আটক দু’জন দীর্ঘদিন ধরে পদ্মা ওয়েল কোম্পানীর ডিজেল অবৈধভাবে ক্রয় বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় চোরাই মামলা করা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *