নগরীতে সাড়ে ১৬ কেজি রূপার গহনাসহ আটক ১
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে সাড়ে ১৬ কেজি রূপার বিভিন্ন অবৈধ গহনাসহ রায়হান আমিন (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার সময় জিরোপয়েন্ট মোড়ের একটি সেলুনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রায়হান ফেনী জেলার ছাগলনাইয়া থানার পূর্ব মধুগ্রামের কাজী মোহাম্মদ তৈয়বের পুত্র।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, সন্দেহভাজন আসামী রায়হান আমিনকে আটক করে তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে সাড়ে ১৬ কেজি রূপার গহনা উদ্ধার করা হয়। সে গহনার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অবৈধভাবে গহনা পাচারের দায়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে হরিণটনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ