নগরীতে সাপের বিষসহ গ্রেফতার তিন পাচারকারী রিমান্ডে
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে প্রায় শত কোটি টাকামূল্যের সাপের বিষসহ গ্রেফতার তিন পাচারকারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদ এ রিমান্ড মঞ্জুর করেছেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- যশোরের সদর এলাকার রামচন্দ্র বিশ্বাসের পুত্র সৌমিত্র বিশ্বাস, পাবনার বেড়া এলাকার নূরুল সরদারের পুত্র বাচ্চু সরদার ও ফরিদপুরের ইব্রাহিম প্রামানিকের পুত্র লুৎফুর রহমান।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে লবণচরা থানাধীন জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে অত্যন্ত সুদৃশ্য ৬টি কন্টিনারে ১২ পাউন্ড সাপের বিষসহ তিন জনকে আটক করে র্যাব-৬। ওই সাপের বিষ ৩টি তরল ও ৩টি পাউডার অবস্থায় ছিলো। এধ রণের বিষের এক পাউন্ডের বাজার মূল্য ৭ কোটির অধিক। সেই হিসাব অনুযায়ী ১২ পাউন্ডের দাম প্রায় শত কোটি টাকার কাছাকাছি। এ ঘটনার পর লবণচরা থানায় মামলা দায়ের করা হয়। যার নং-(২৫)১/২০২১।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ