নগরীতে সাংবাদিক পান্নুর উপর হামলা, সড়ক অবরোধ, মামলা
দ: প্রতিবেদক : খুলনা ওয়াসার কাজে অনিয়ম-গাফিলতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওয়াসার ঠিকাদার ও পুলিশের হামলার শিকার হয়েছেন একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু। এসময় হামলাকারীরা টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন খুলনার সাংবাদিকরা।
আজ রবিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত নগরীর জোড়াগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়কে অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানান তারা। সড়ক অবরোধ চলাকালে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এসময় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইয়েদুজ্জামান সম্রাট, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, মো. শাহ আলম, দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার, কেইউজের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, খুলনা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মো. রাশিদুল ইসলাম, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, কৌশিক দে, বাপ্পী খান, হাসান আল মামুন প্রমুখ।
এসময় সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, সামছুজ্জামান শাহীন, আনোয়ারুল ইসলাম কাজল, এস এম কামাল হোসেন, মো. আনিসুজ্জামান, মুন্সী আবু তৈয়ব, তরিকুল ইসলাম, হাসান আহমেদ মোল্লা, আব্দুল মালেক, দেবব্রত রায়, মহেন্দ্র নাথ সেন, নেয়ামুল হোসেন কচি, অভিজিৎ পাল, জয়নাল ফরাজী, বিমল সাহা, আলমগীর হান্নান, সুনীল দাস, শেখ আল এহসান, প্রবীর বিশ্বাস, এনামুল হক, বাবুল আকতার, লিয়াকত হোসেন-সহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বেলা দেড়টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ঘটনাস্থলে এসে হামলাকারী ও দোষী পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উপস্থিত পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ প্রত্যাহার করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, ডিসি (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডিসি (সাউথ) এহসান শাহ, এডিসি এস এম মনিরুজ্জামান মিঠু, সোনালী সেনসহ কেএমপির পুলিশ কর্মকর্তারা।
এ বিষয়ে সাংবাদিক রকিব উদ্দিন পান্নু বলেন, জোড়াগেট এলাকায় ওয়াসার পাইপ লিকেজ হয়ে পানি বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে মোবাইলে ওই চিত্র ধারণের সময় কর্মরত খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের প্রকৌশলী হঠাৎ আমাকে কিল, ঘুষি, লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তখন আমি ওই কর্মকর্তাদের নিজেকে বার বার সাংবাদিক বলে পরিচয় দিলেও তারা থামেনি।
তিনি বলেন, এক পর্যায়ে একাত্তর টিভির ক্যামেরাম্যান আরিফুর রহমান সোহেল ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করলে তার ক্যামেরা ভেঙে ফেলা হয়। খবর পেয়ে ট্রাফিক পরিদর্শক (ইন্সপেক্টর) বাশার এসে ওয়াসার পক্ষ থেকে উল্টো হ্যান্ডকাপ পরিয়ে আমাকেই থানায় নেওয়ার চেষ্টা করেন। তবে খবর পেয়ে সাংবাদিকরা উপস্থিত হলে আমাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে এ ঘটনায় বিকেল ৩টা ৪৫ মিনিটে রকিব উদ্দিন পান্নু বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, সাংবাদিক পান্নুর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।