নগরীতে শৃক্সখলা ভঙ্গের দায়ে দুই ছাত্রলীগ নেতা বহিস্কার
দ: প্রতিবেদক
দলীয় শৃক্সখলা ভঙ্গের দায়ে দু’জনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। পৃথক ঘটনায় খুলনা মহানগর ছাত্রলীগের অন্তর্গত খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুজ্জামান সাগর ও ৩১ নংওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি আহমেদ রানাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের যৌথ সেপ্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযুক্ত সাঈফুজ্জামান সাগর ও রাব্বি আহমেদ রানাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার জন্য আগামী সাত (০৭) দিনের মধ্য খুলনা মহানগর ছাত্রলীগের দপ্তর সেলে লিখিত ভাবে কারন দর্শানোর জন্য বলা হয়েছে। এছাড়া একই প্রেস বিজ্ঞপ্তিতে ৩ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।