নগরীতে শিশু ও মহিলাদের চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন
তথ্য বিবরণী
খুলনা আর্ট স্কুল আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনে শিশু ও মহিলাদের চিত্রাংকন প্রতিযোগিতা গতকাল শুক্রবার বিকালে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শিশুদের স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। ভবিষ্যতে এই শিশুরাই দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। শিশুদের মেধাবী, সংস্কৃতিক ও বিজ্ঞান মনোস্ক হিসেবে তৈরি করতে হবে। শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে তাদের মধ্যে শৈশব থেকেই দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে। তিনি বলেন, মাদক থেকে সন্তানদের দূরে রাখতে হবে। এজন্য প্রথমে অভিভাবকদের বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, কেএমপির সাবেক অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ এম কামরুল ইসলাম এবং শিক্ষানুরাগী মাসুদ মাহমুদ। আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয় চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক চৈতন্য কুমার মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়। পরে প্রধান অতিথি শিশু ও মহিলাদের চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করেন।