December 23, 2024
আঞ্চলিক

নগরীতে শিব চতুর্দ্দশী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

আগামী ২১ ফেব্রæয়ারী শুক্রবার শিব চতুর্দ্দশী উদ্যাপন উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১:৩০টায় জোড়া শিব মন্দির অঙ্গণে এক প্রস্তুতিমূলক সভা জোড়া শিব মন্দির কমিটির সভাপতি দেবী ঘোষের সভাপতিত্বে কমিটির নেতৃবৃন্দ ও শহরের বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের  উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সভাপতি শ্যামল হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐু, গোপী কিষাণ মুন্ধড়া, শ্যামল সিংহ রায়, প্রকৌশলী পরিমল দাস, শংকর কর্মকার, বিশ্বজিৎ দে মিঠু, বিপ্লব সাহা লব, রামচন্দ্র পোদ্দার, অঞ্জন দে, তপন সাহা, ভবেশ সাহা, বাবু শীল, প্রফুল্ল দেবনাথ, নিরঞ্জন চৌধুরী, শরিৎ শোভন দাস, মুকেশ রাম, নিখিল গাইন, প্রদীপ পাল, স্বপন সরদার, ভোলা কাঞ্জিলাল, ধনঞ্জয় সাহা বাপী, মধুসূদন দাস প্রমুখ। সভার শুরুতে ২১নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপনের পিতার মৃত্যুতে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মুক্তি কামনা করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *