নগরীতে শিবিরের দোয়া মাহফিল
ঢাকায় বনানীতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য ছাত্রশিবির খুলনা মহানগরের উদ্যোগে নগরীর একটি মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় মহানগর সভাপতি শাহরিয়ারর ফয়সালের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শিক্ষা সম্পাদক তৌহিদুল ইসলাম।
দোয়া অনুষ্ঠানে শরীক হওয়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আব্দুল কাদের, এইচ এম ফাইজুল ইসলাম, সোলাইমান হোসেন, মুয়িজ, তাওহিদ, নাঈম, হেলাল, মোসলেম, মুহায়মিনুন প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি তৌহিদুল ইসলাম।