নগরীতে শাহীন ফুডকে অর্ধ লক্ষ টাকা জরিমানা
দ. প্রতিবেদক
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে সোমবার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) খুলনা-এর তথ্য মতে খুলনা মহানগরের বাস্তহারা কলোনীতে তদারকি করে বিপুল পরিমান অনুমোদনহীন শিশু খাদ্য, নকল মোড়ক ব্যবহার, মোড়কের গায়ে মেয়াদ/মূল্য না উল্লেখ করায় শাহীণ ফুডকে প্রশাসনিক ব্যবস্থায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। এই পরিদর্শনমূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, এন.এস.আই. ও কনজুমার্স এসোসিয়েশন (ক্যাব) খুলনা প্রতিনিধি।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ