January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

নগরীতে শর্ট সার্কিট থেকে ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে অগ্নিকাণ্ডে একটি ফার্নিচার কারখানা ভষ্মিভুত হয়েছে। সোমবার বিকাল সোয়া ৪টায় সোনাডাঙ্গা খাঁ বাড়ি এলাকাস্থ ঈদগাহ মসজিদের পিছনে এ ঘটনা ঘটে। মাত্র আধঘন্টার চেষ্টায় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, সোমবার বিকেল সোয়া চারটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ১নং বয়রা ক্রস রোডের ঈদগাহ জামে মসজিদের পেছনে একটি সোফার কারখানায় হঠাৎ করে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেন। একই সাথে স্থানীয় যুবকরা আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। তারা পাশর্^বর্তী একটি ট্যাঙ্কি থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে পাঁচটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মিল্টন কেইন ফার্নিচার নামক শো-রুমের কারখানা পুড়ে সম্পূর্ণ ভষ্মিভুত হয়েছে। কারখানায় থাকা লক্ষাধিক টাকার বেত, ফোম, তুলা, কাঠ, কাপড়সহ আনুসাঙ্গিক মালামাল পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, মোহাম্মদ খানের কাছ থেকে তিনটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর এনামুল কবির তার ফার্নিচারের কারখানা চালিয়ে আসছে। এখানে গ্যাসের সিলিন্ডার, তুল, ফোমসহ, বানির্শ করার কেমিক্যাল ছিল। ফলে আগুন দ্রুত বিস্তার লাভ করে। তিনটি ঘরই পুড়ে ছাই হয়েছে।
নগরীর নূরনগর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবে তদন্ত শেষে আসলে কি ঘটনা তা জানা যাবে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপন করা সম্ভব হয়নি। আমাদের আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে শর্ট সার্কিটের মাধ্যমে এ অগিকাণ্ড ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *