July 1, 2025
আঞ্চলিকলেটেস্ট

নগরীতে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে সাতজনকে অর্থদণ্ড

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে র‌্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করোনা ভাইরাস রোধকল্পে ৭ জনকে ৩৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল ও খুলনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর থানাধীন বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইনে মোট ৭ জনকে সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা করেন। অভিযুক্ত ব্যক্তিরা মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন।
পরবর্তীতে খুলনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইভা জরিমানায় আদায় করে ৩৪ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করেন। যার মোবাইল কোর্ট মামলা নং-১৩/২১ ১৪/২১, ১৫/২১, ১৬/২১, ১৭/২১, ১৮/২১ এবং ১৯/২১।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *