নগরীতে র্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেফতার
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬)। গ্রেফতার ইমদাদ বাগেরহাটের রামপাল থানাধীন কাটাখালী এলকার ইউনুচ আলী আকনের ছেলে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোর জেলার ঝিকরগাছা থানার মামলা নং-৯, তারিখ ১২/০১/২০২১ খ্রিঃ পেনাল কোড ৪৫৭/৩৮০/৪১১ ধারার এজাহারভুক্ত পলাতক আসামী ইমদাদকে নগরীর লবণচরা থানাধীন খান এ সবুর রোড (মোক্তার হোসেন বাজার) এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করতঃ কার্যক্রম প্রক্রিয়াধীন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ