নগরীতে র্যাবের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ আটক ১
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মোঃ আলামিন মোল্যা (৩১) এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক আলামিন হরিণটানা থানাথীন হোগলাডাঙ্গা আমতলা মোঃ রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে মহানগরীর হরিণটানা থানাধীন বাঁশবাড়িয়া মদিনা নগর একতার মোড় ধলুমিয়া জামে মসজিদ এর পাশে অভিযান চালিয়ে আসামীকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার সহযোগী দেবাশীষ (৩৬) পালিয়ে যায়। আটক আসামীকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে স্বীকার করে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ