নগরীতে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৬ সদস্যরা। আটক মোঃ রমজান আলী (৪০) রূপসা উপজেলার দেয়ারা গ্রামের মোঃ ইয়াকুর আলী সরদারের ছেলে। এ বিষয়ে তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৬’র স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর মোঃ শামীম সরকার জানান, র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানাধীন শেখ হারুন-অর-রশিদ এর বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে আসামীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামী দীর্ঘদিন ধরে সোনাডাঙ্গা থানার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে তিনি জানান।