নগরীতে রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিরোধের দাবিতে মানববন্ধন
আসন্ন রমজানে এলপি গ্যাসসহ নিত্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিরোধ এবং যত্রতত্র লাইসেন্স বিহীন দোকানে এলপি গ্যাস বিক্রয় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে খুলনা নাগরিক আন্দোলন, এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম খুলনা বিভাগীয় কমিটি এবং খুলনা নাগরিক সমাজের যৌথ উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় নগরীরডাকবাংলা ফেরিঘাট মোড়ে এক মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা নাগরিক আন্দোলনের চেয়ারম্যান ও এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মো: তোবারেক হোসেন তপু’র সভাপতিত্বে এবং খুলনা নাগরিক আন্দোলনের মহাসচিব এস এম দেলোয়ার হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আ.ফ.ম. মহসীন, সদস্য সচিব এ্যাড. মো: বাবুল হাওলাদার।
অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন আলহাজ্ব মাও: মুফতি মো: আনোয়ার হুসাইন, আলহাজ্ব শেখ মোশারফ হোসেন, এস এম মাহাবুবুর রহমান খোকন, আফজাল হোসেন রাজু, মোস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান, হাফিজুর রহমান, ডা: মো: ওহিদুল ইসলাম, আসাফুর রহমান কাজল, মাও: মুফতি মাহদি হাসান কাওসারি, সজল আহম্মেদ আলী, অভিনেতা জামান শিশির, নূরুন্নবী খোকন, সাকিল আহম্মেদ রাজা, শেখ আইনুল হকসহ আরো উপস্থিত ছিলেন মো: জাকির হোসেন, আখতার হোসেন, মাও: গোলজার হোসেন, মো: হোসেল হাওলাদার, বাপ্পি ব্যাপারী, মো: ইসমাইল হোসেন, মো: হানিফ, কামাল হোসেন, মামুন রাসেল, বিবেকানন্দ দাস প্রমূখ।