December 23, 2024
আঞ্চলিক

নগরীতে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি বাস কাউন্টারকে জরিমানা

 

দ: প্রতিবেদক

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় এবং জেলা কার্যালয়ের সমন্বয়ে গতকাল রবিবার দুটি পরিদর্শনমূলক বাজার অভিযান পরিচালিত হয়। বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রয়েল মোড় এলাকায় ইমাদ পরিবহনকে মূল্য তালিকা না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অপরদিকে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে রয়েল মোড়, এলাকায় সকল বাস কাউন্টার তদারকি করে মূল্য তালিকা প্রদর্শন না করায় ফাল্গুণী পরিবহন ও বনফুল পরিবহনকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন করার জন্য অনুরোধ জানানো হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *