নগরীতে মিনিবাস চাপায় পেয়াজ বিক্রেতা নিহত
দ. প্রতিবেদক
নগরীতে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে সময় হারুন অর রশিদ (৬০) নামে একজন পিয়াজ বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের লতার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ খুলনার বড় বয়রার পিতা মৃত ইকরাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত পিয়াজ বিক্রেতা হারুন অর রশিদসহ আরো দুই পিয়াজ বিক্রেতা প্রতিদিন বাইপাসে পিয়াজ বিক্রি করে বাড়ি ফেরার সময় নিজেদের ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়লে পিছন দিক দিয়ে আসা দ্রæতগামী একটি বাস রশিদ’র মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ দ্রæত ঘটনা স্থলে পৌছায় এবং মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট করার জন্য খুমেক হাসপাতালে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।