নগরীতে মানবাধিকারকর্মীদের প্রশিক্ষণের সমাপনী
খবর বিজ্ঞপ্তি
সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম)-এর সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে খুলনা কারিতাসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।
সুনাম কমিটির জেলা সভাপতি সুনীল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন শারির কর্মকর্তা রঞ্জন বকশি, শরিফুল ইসলাম সেলিম ও শারির প্রকল্প সমন্বয়কারী বিষ্ণু দাশ। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা ও সাতক্ষীরা জেলার আটটি উপজেলার ২৮ জন মানবাধিকারকর্মী অংশগ্রহণ করেন।