নগরীতে মাদক সেবনের দায়ে চারজনের দণ্ড
দ: প্রতিবেদক
খুলনায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- আবু হানিফ (৩১), মোঃ রিপু (২১), মোঃ জিকু শেখ (৩২), মোঃ ইমাদুল আকন্দ (২৭)। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, গতকাল খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল ক্রস রোড এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে মাদক সেবীর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। তাদের মাদকের সাথে সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় এবং মাদক সেবনের অপরাধে ৪ জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার পরিদর্শক ও সদস্য অংশগ্রহণ করেন।