নগরীতে মাদক মামলায় নারীর আট বছরের কারাদণ্ড
দ. প্রতিবেদক
মাদক মামলায় নিপা মোনালিছা নামের এক নারীকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অপরদিকে এ মামলার অপর আসামি আশিফুল হোসেন রাজিবের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর বিকেল ৪টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতপুর সেইফ এ্যান্ড সেইভ দোকানের সামনে অবস্থান করে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মহেশ্বরপাশা এলাকার কেদার নাথ রোডে দু’জন মাদক বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তাদের একজন পালিয়ে গেলে নিপা পুলিশের হাতে আটক হয়। তার কাছ থেকে ৩শ’ ৪৪ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গোয়েন্দা মহানগর শাখার এসআই মোঃ আবু জাফর বাদী দৌলতপুর থানায় নিপা মোনালিছা ও তার স্বামী আশিফুল হোসেন রাজিবের নামে মাদক আইনে মামলা করেন, যার নং-১১। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক এস এম মিজানুর রহমান তাদের দু’জনের নাম উল্লেখ করে একই বছরের ৩ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়