নগরীতে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড
দ. প্রতিবেদক
খুলনায় মাদক মামলায় দু’জনের ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এদের একজনকে আট বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপরজনকে ছয় বছরের সশ্রম কারাদন্ড পাঁচ হাজার টাকা জরিমানা ও চার মাসের বিনাশ্রম কারাদন্ড ছিয়েছেন আদালত।
বৃহস্পতিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উভয় আসামি পালাতক ছিলেন। আদালত তাদের উভয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
সাজাপ্রপ্ত আসামিরা হলেন- পাইকগাছা উপজেলার নাসিরপুর গ্রামের স্বপন সাধুর ছেলে শ্রী সত্যজিত সাধু (২৭) এবং খুলনা বাগমারা বাদামতলা এলাকার সেলিমের বাড়ির ভাড়াটিয়া মৃত মোবারক হোসেনের মেয়ে নীলা হোসেন নিশি (২৬)।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৫ জুলাই তাদের উভয়কে ১৪০ পিচ ইয়াবাসহ খুলনা রেল ষ্টেশন এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। পরে খুলনা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আশরাফুল আলম বাদি হয়ে তাদের উভয়ের নামে থানায় মামলা দায়ের করেন, যার নং ৩০। একই বছরের ৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুকান্ত দাশ তাদের দু’জনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ১৫ জন স্বাক্ষ্য প্রদান করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ