নগরীতে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড
দ. প্রতিবেদক
খুলনায় মাদক মামলায় নুর মোহাম্মাদ বাবু ওরফে বাবু মোল্লা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। অপরদিকে এ মামলার অপর আসামি শেখ সোহেল রানার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় তাকে খালাস প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত বাবু মোল্লা শেরে বাংলা আমতলা এলাকার মঈন জমাদ্দারের ভাড়াটিয়া আব্দুল আজিজ মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২০ জুন বিকাল পোনে পাঁচ টায় খুলনা মহানগর গোয়েন্দা কর্মকর্তারা জানতে পারে যে, সোনাডাঙ্গা থানা এলকার শিল্পকলা একাডেমী গলির পাশে নুর মোহাম্মাদ বাবু ও তার সহযোগী শেখ সোহেল রানা মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে তাদের দু’জন কে ১’ শ ২৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরে তারা সোনাডাঙ্গা থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার নং ১৮। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা শাখার এস আই মোঃ রাশিদুল হক একই বছরের ১৪ সেপ্টেম্বর তাদের দু’জন কে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ১৫ জন জনের মধ্যে ৬ জন স্বাক্ষ্য প্রদান করেছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি কাজী সাব্বির আহমেদ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ