নগরীতে মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড
দ. প্রতিবেদক
নগরীর লবণচরা থানা এলাকায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আদালত এক আসামিকে আদালত ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে পাঁচ মাস বিনাশ্রম কারাবাসের আদেশ দেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মোঃ ওবায়দুল খান ওরফে এবায়দুল খান নগরীর জিন্নাপাড়া ৮নং গলির একটি বাড়ীর ভাড়াটিয়া জনৈক মোসলেম খানের ছেলে। মামলাটির বিচার কাজ শুরুর পর দু’-একজনের সাক্ষ্য গ্রহণের পর থেকেই সে পলাতক রয়েছে। আদালত তার বিরুদ্ধে সাজা উল্লেখ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ওবায়দুলের বিরুদ্ধে চুরি, ডাকাতি, অগ্নিসংযোগ, মাদকসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি থানায় আরও ১০ টি মামলা রয়েছে। আদালতের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
মহানগর দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মোঃ হাদিউজ্জামান মামলার নথির উদ্ধৃতি দিয়ে বলেন, ২০১৮ সালের ৩ আগস্ট লবণচরা থানা পুলিশ ওবায়দুলকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ ঘটনায় দায়ের হওযা মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ৩০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্যদিবসে চার্জশিটভুক্ত নয়জন সাক্ষীর মধ্যে ৮ জন সাক্ষ্য দিয়েছেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ