নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ১০
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ফেন্সিডিল এবং ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৯টি মাদক মামলা রুজু করা হয়েছে। কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার নিজড়া দক্ষিণপাড়ার মোঃ জাকির শেখের ছেলে মোঃ শিমরান শেখ (১৯), বাগেরহাট জেলার ফকিরহাট থানার আট্টাকীর দিপক কুমার ঘোষের ছেলে বাপ্পা ঘোষ (৩৭), খালিশপুর থানার আলোমনগর পালপাড়া খালেক সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মোঃ ইদ্রিস মৃধার ছেলে মোঃ মিলন সিকদার (৩৫), একই থানার বঙ্গবাসি স্কুলের দক্ষিণ পাশে, বাসা নং-এন/এফ-৭৭, রোড নং-২১২ মৃত সাব্বির আহম্মেদের ছেলে মোঃ জাবেদ আলী (৪০), খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিণপাড়া ৬নং ওয়ার্ডের মোঃ আবু হানিফের ছেলে মোঃ শামীম শেখ (৩০), সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা ১নং ক্রস রোডের বাসিন্দা মৃত ইসরাইল হোসেন হাওলাদার মোঃ রুহুল আমীন (৩৮), বাগেরহাট মোরেলগঞ্জ থানার উত্তর শরালিয়ার মোঃ আবুল কালাম শেখের ছেলে মোঃ কাওছার শেখ (২৩), সোনাডাঙ্গা মডেল থানার সিদ্দিকিয়া মহল্লার মৃত আবু দাউদের ছেলে মোঃ মঈন মাহামুদ বাবু (২৬), কয়রা থানার বামিয়া ইউনিয়ন কাউন্সিলের সামনের মোঃ রহমত মোল্লার ছেলে মোঃ রেজাউল মোল্লা (২৫) এবং সদর থানার গল্লামারী অগ্রণী ব্যাংক টাউনের বাসিন্দা মোঃ গনি বিশ্বাসের ছেলে মোঃ মিনারুল বিশ্বাস (২৪)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ