নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় আসামীদের কাছ থেকে ১০৫ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
আটকরা হলেন, সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া কবরখানা এলাকার মোঃ আলতাফ হোসেন (৪৯), খালিশপুর উত্তর কাশিপুর এলাকার মোঃ সাইফুল ইসলাম (২১) ও টুটপাড়া তালতলা এলাকার মোঃ হালিম ফকির (৩৮)। কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।