নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রাপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল ফেন্সিডিল এবং ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনা সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার সীতারামপুর গ্রামের মোঃ লিয়াকত আলী শিকদারের ছেলে মোঃ জুবায়ের হোসেন (৩৪), নগরীর খালিশপুর এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ সোহাগ হাসান (২৭), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকার মোঃ শাজাহানের ছেলে মোঃ সাকিব মোল্লা (২১) এবং বাগেরহাটের পাতিলাখালী গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ রনি (২২)।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ