নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা এবং ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন- নগরীর টুটপাড়া (তালতলা) এলাকার হারুনার রশিদের পুত্র মোঃ রনি জমার্দ্দার (২৩), লবণচরা দক্ষিণ মুহাম্মদনগর এলাকার মৃত বোরজু সরদারের পুত্র মোঃ রাকিব সরদার (৪৭) এবং খালিশপুর নয়াবাটি এলাকার মৃত নুরুল আফছার খন্দকারের পুত্র নুরুল আলম সুজন (২৫)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ