নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ২ বোতল ফেন্সিডিল এবং ৬০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
আটকরা হলেন সাতক্ষীরার কলারোয়া থানার কাশিয়াডাঙ্গার মৃত ইউসুফ আলী মোড়লের ছেলে হারুন অর রশিদ (২৮), খালিশপুর থানার বৈকালী লেংটা ফকিরের মাজারে পাশে মৃত লতিফ হাওলাদারের ছেলে মোঃ আলামিন হাওলাদার (৪৮) এবং একই থানার দেয়ানা বকুল তলার মোড়, পারভীন রেজার বাড়ীর ভাড়াটিয়া মোঃ আঃ রব হাওলাদারের ছেলে মোঃ মিরাজ হাওলাদার (৩১)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ