নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিল, ২৪০ গ্রাম গাঁজা এবং বিক্রয়লবদ্ধ ২১০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে আটককৃতেদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮টি মাদক মামলা রুজু করা হয়েছে।
আটককৃতরা হলেন- সোনাডাঙ্গা মডেল থানার বানরগাতী শশীভূষণ রোডস্থ গির্জার বিপরীতে বোরহান এর বাড়ীর ভাড়াটিয়া মৃত মগরব আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৫), একই থানার বসুপাড়া বাঁশতলা, বিরুর বাড়ীর ভাড়াটিয়া ছত্তার হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৩৫), পিরোজপুর জেলার পিরোজপুর থানার শিকদার মল্লিকের শেখ বাড়ির মোঃ দেলোয়ার শেখের ছেলে মোঃ তরিকুল শেখ (২৫), গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার মৃত নূর মোহম্মাদের ছেলে মোঃ মিজানুর রহমান নান্না (৪৭), দৌলতপুর থানার দেয়ানা হাসপাতাল মোড়ের মোঃ হালিম শিকদারের ছেলে মোঃ রাকিবুল শিকদার (১৯), একই থানার মহেশ্বরপাশা সাহেব পাড়ার আনোয়ার হোসেনের ছেলে সজীব হাওলাদার (২০), খানজাহান আলী থানার যোগীপোল, ইলিয়াস এর বাড়ীর ভাড়াটিয়া মোঃ সামসুল হক খানের ছেলে মোঃ সংগ্রাম (৪৫) এবং হরিণটানা থানার শেখ রাসেল সড়ক, ইসলাম নগর কিবরিয়া সাহেবের বাড়ীর ভাড়াটিয়া লুৎফর গাজীর ছেলে মোঃ হালিম গাজী (২০)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ