নগরীতে মশা নিধনের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন
খুলনা নগরীতে মশা নিধনের জন্য দ্রæত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নাগরিক সংগঠন জনউদ্যোগ, খুলনার আহবানে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ‘দীর্ঘদিন সিটি কর্পোরেশনের মশা নিধন কার্যক্রম এলাকায় না থাকায় দিন দিন মশা এতোটাই অপ্রতিরোধ্য হয়ে উঠছে যে, ঘরোয়াভাবে তাদের দমানোর কোনো ফর্মুলাই কাজে আসছে না। নগরবাসী অসহায়ের মতো মশাদের খাবারে পরিণত হচ্ছে। নগরীর ড্রেনগুলো পলিথিনে আটকে রয়েছে। ড্রেনগুলো একদিকে সচল করতে চেষ্ঠা করছে কেসিসি, অন্যদিকে আবারো আবর্জনা ফেলার জায়গা না পেয়ে রাত্রের অন্ধকারে ড্রেনে ফেলছে আবর্জনা। এ থেকে পরিত্রাণ পেতে চায় নগরবাসী। কেসিসিকে এই আবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। খাবার পর প্যাকেট ফেলার জন্য নগরজুড়ে জুড়ে রাখতে হবে ব্যবস্থা। মশা নিধনের জন্য নিতে হবে দ্রæত ব্যবস্থা।’
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক মুক্তিযোদ্ধা আফম মহসীন, বাংলাদেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব, রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল, সেফের সমন্বয়কারী মোঃ আসাদুজ্জামান, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির, সহ-সভাপতি ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, আলহাজ্ব ইমতিয়াজ শেখ, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার ইসরাত আরা হীরা, নান্দিক একাডেমীর পরিচালক জেসমিন জামান, ছায়বৃক্ষের নির্বাহী পরিচালক মাহাবুব আলম বাদশা, শেখ আব্দুল হালিম, শেখ আইনুল হক, কবি স ম হাফিজুল ইসলাম, জি এম রাসেল, শেখ নুর আলম মিঠু, নিসচার এম মোস্তফা কামাল, শেখ ফারুক, জুবাইয়া নওশিন প্রমুখ। সভা পরিচালনা করেন আফজাল হোসেন রাজু।