নগরীতে ভ্রাম্যমান আদালতে অবৈধ ক্লিনিক সীলগালা, মালিককে দণ্ড
দ. প্রতিবেদক
নগরীর শামছুর রহমান রোডে ‘রংধনু ক্লিনিক ও ডায়াগণস্টিক কমপ্লেক্স’র মালিকসহ দুইজনকে কারাদÐের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকটি সীলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকালে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন ও মিজানুর রহমান এ অভিযান চালান। ক্লিনিকের মালিক কল্যাণ সরকারকে সাত দিন ও কেয়ারটেকার অরূপ কুমার সরকারকে তিন দিনের কারাদÐ দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ২০১৭ সালে এই ক্লিনিকটির লাইসেন্স নবায়নের মেয়াদ শেষ হয়েছে। চিকিৎসাসেবা প্রদানের জন্য যেসব সাপোর্ট দরকার, তা এখানে নেই। তাছাড়া চিকিৎসক, নার্স নেই। দুজন আয়া দিয়ে সব কাজ চালায় এখানে। ক্লিনিকের মালিক কল্যাণ সরকার অষ্টম শ্রেণি পাস। কিন্তু তিনি নিজে প্যাথলজির প্রধানের কাজ করছেন। তিনি এসব অপরাধ স্বীকার করায় কারাদÐসহ ক্লিনিকটি সীলগালা করা হয়েছে।