নগরীতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
দ: প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী
পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার খুলনার দৌলতপুর,
শিরমনি এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় দৌলতপুর এলাকায় তদারকি করে বিদেশি কসমেটিকসে মূল্য না থাকায়
নান্নু এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, প্যাকেটজাত খাবারের মেয়াদ, মূল্য না
থাকায় বিসমিলাহ কনফেকশনারীকে ২ হাজার টাকা ও সাজ ঘরকে ২ হাজার
টাকা, শিরোমণি বাজারে মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় বাবুল
মিট হাউজকে ১ হাজার টাকা, ফেরদৌস এন্টারপ্রাইজকে ৬ শত টাকা
প্রসাশনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা
অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি খুলনা, ও ক্যাব
খুলনা প্রতিনিধি।