January 15, 2025
আঞ্চলিক

নগরীতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

দ: প্রতিবেদক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে গতকাল রবিবার মহানগর এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মুজগুন্নি, বয়রা, জোড়াগেট এলাকায় তদারকি করে নোংরা ও স্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাওরুটি, ফাস্টফুড তৈরি করায় নাম্বার ওয়ান ফুড প্রডাক্টকে ১০ হাজার টাকা, রিহাম ফুডকে ৫ হাজার টকা, নূরজাহান ফুডকে ৪ হাজার টাকা ও হাংরি টামিকে ১ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এসময় সাধারণ ভোক্তাদের মাঝে লিফলেট প্যামপ্লেট বিতরণ করা হয়। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি খুলনা ও ক্যাব খুলনা প্রতিনিধি।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *