January 8, 2025
আঞ্চলিক

নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

 

দ: প্রতিবেদক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে গতকাল বুধবার খুলনা মহানগর এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে নিউমার্কেট এলাকায় তদারকি করে বিদেশী কসমেটিকসে আমদানিকারক বা উৎপাদনকারী কর্তৃক মূল্য উলে­খ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসনিক ব্যাবস্থায় প্রিয় ট্রেডার্সকে ২ হাজার, সজিব ট্রেডার্সকে ১ হাজার, শিফা ভ্যারাইটিজকে ২ হাজার, আজাদ ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া আল রাজি ফামের্সীকে মূল্য বিহীন ঔষুধ রাখায় ২ হাজার ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মেট্রোপলিটন কাউন্টার নিউমার্কেটকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এছাড়া হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ কোন পন্য ক্রয়/বিক্রয় করা হতে বিরত থাকতে ক্রেতা বিক্রেতাদের অনুরোধ করাসহ সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন আনসার সদস্য, খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *