নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা
দ: প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে গতকাল সোমবার খুলনা মহানগরের ডাকবাংলা মোড় এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় অত্যন্ত নোংরা ও অস্বাস্থকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে নিউ নূরানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট ও অলকা রেস্তোরাকে যথাক্রমে ৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসনিক ব্যাবস্থায় জরিমানা করা হয়। এছাড়া মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ পণ্য সরোজমিনে তদারকি করা হয় যার অংশ হিসেবে ৭নং ছোট মির্জাপুর রোডস্থ খুলনা ডিস্ট্রিবিউশন (ফ্রেশ এর ডিলার) এ তদারকি করে প্রায় ৫০ কেজি পরিমান হলুদের গুড়া বিনষ্ট করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এছাড়া রমজান মাস উপলক্ষে সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন করার জন্য অনুরোধ জানানো হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধি।