নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার প্রতিষ্ঠানকে জরিমানা
দ: প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার খুলনা মহানগরের দৌলতপুর, শিরমনি এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বিদেশী কসমেটিকস এ মূল্য উল্লেখ না করায় রোজা বিউটি কনসেপ্ট ও মা এন্টারপ্রাইজকে মোট ২ হাজার টাকা, এবং শিরোমণি এলাকায় অগ্নি নির্বাপক যন্ত্র না রেখে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের জন্য মুক্তি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও মূল্য বিহীন ওষুধ সংরক্ষণের দায়ে জিহাদ ফার্মেসীকে ১০ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসনিক ব্যাবস্থায় জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন।
অপরদিকে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মতে খুলনায় দৌলতপুরে গ্রীনল্যান্ড মিল্ক প্রোডাক্ট ও ফুলতলায় অবস্থিত মধুমতি সল্ট ইন্ডা: তে তদারকি করা হয়। সরোজমিনে দেখা যায় উভয় প্রতিষ্ঠান উৎপাদন ও বিপণন বন্ধ রেখেছেন একই সাথে তারা জানান, বাজার হতে পন্য প্রত্যাহারের কাজ গুরুত্বের সহকারে করছেন।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এছাড়া রমজান মাস উপলক্ষে সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয় এবং ব্যবসায়িদের মূল্যতালিকা প্রদর্শন করার জন্য অনুরোধ জানানো হয়। এই পরিদর্শনমূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমণি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধি।