নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি
দ: প্রতিবেদক
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে গতকাল শনিবার খুলনা মহানগরের নিউমার্কেট এলাকায় কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
এ অভিযানে বিগ বাজার খুলনা ও সেইফ এন্ড সেইভকে বিদেশি কসমেটিকস এ আমদানিকারক বা উৎপাদনকারী কর্তৃক নির্ধারিত মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যথাক্রমে ৫ হাজার ও ১০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন।
এছাড়া নিউমার্কেট মাংসের দোকান তদারকি করে দেখা যায় মূল্য তালিকা প্রদর্শন করা রয়েছে। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এছাড়া রমজান মাস উপলক্ষে সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন করার জন্য অনুরোধ জানানো হয়। এই পরিদর্শনমূলক বাজার অভিযানে এপিবিএন খুলনা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ও ক্যাব প্রতিনিধি সহায়তা করেন।