নগরীতে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
দ: প্রতিবেদক
খুলনায় শেফালী বণিক নামের এক বৃদ্ধাকে হত্যার দায়ে সজল বণিক নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ রোজিনা আক্তার এ আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ‘২০১৫ সালের ৮ নভেম্বর রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানার চারাবাটি বয়রা মেইন রোডের টেক্সটাইল মিল মসজিদের পাশের গলির আব্দুল হালিমের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার বাসায় বৃদ্ধা শেফালী বণিক একা অবস্থান করছিলেন। রাত সাড়ে ৭টার দিকে ওই বাসায় সজল বণিক ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় সে ঘরে থাকা শেফালী বণিকের গলার সোনার চেইন ছিনিয়ে নেয়ার সময় তিনি চিৎকার দেন। এরপর সজল ওই ঘরে থাকা ধারালে বটি দিয়ে। শেফালীকে কুপিয়ে হত্যা করে। আশপাশের লোকজন ছুটে এসে ওই ঘরে শেফালীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঘরের খোঁজাখুঁজি করে বাথরুমে লুকিয়ে থাকা সজলকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে হত্যাকারী সজলকে গ্রেপ্তার করে।’
এ ঘটনায় নিহতের ছেলে মানস বণিক নারায়ণ পরদিন সোনাডাঙ্গা থানায় মামলা করেন। পরে ২০১৬ সালের ২৯ অক্টোবর এসআই শফিউদ্দিন সজলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।