নগরীতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ৮ সদস্য আটক
দ: প্রতিবেদক
খুলনা মহানগরীতে বিপুল পরিমানে মাদকদ্রব্যসহ ৮ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার বেলা ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর জাহিদুর রহমান সড়কের ৫১নং বাড়ির নিচ তলা থেকে ৭ জন ও স্টেশন রোড থেকে ১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন নারী ও ৬ জন পুরুষ। তারা মাদক কারবারীর সক্রিয় চক্র ছিল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জাহিদুর রহমান সড়কের ৫১নং বাড়ির নিচ তলা থেকে ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের স্বীকারোক্তিতে কদম তলা স্টেশন রোড থেকে একজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৫৩৫ পিস ইয়াবা, ১৪ গ্রাম ভাঙ্গা ইয়াবা, ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক দ্রব্য বিক্রির নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।