নগরীতে বিদেশী মদ ও নগদ টাকাসহ মাদক বিক্রেতা জিকো আটক
দ: প্রতিবেদক
খুলনায় বিভিন্ন প্রকার বিদেশী মদ ও মাদক বিক্রির টাকাসহ মাদক ব্যবসায়ী জিকো রায় (৩০) কে আটক করেছে সদর থানা পুলিশ। সে বটিয়াঘাটা উপজেলার দেবীপুরের অঞ্জন রায়ের ছেলে। গত শনিবার মধ্যরাতে তাকে নিরালা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গভীর রাতে খুলনা সদর থানা পুলিশ এর একটি দল খুলনা থানাধীন নিরালা আবাসিক এলাকার ১নং রোডস্থ হোল্ডিং নং ৯৭, নাজমা নীড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ বোতল ওসঢ়বৎরধষ ডযরংকু, ২ বোতল ঞংধৎরহধ ঠড়ফশধ, ১ বোতল ঙৎধহমব কঁৎধপধড়, ২১ ক্যান ইবষমরধহ ইববৎ, ১২ ক্যান জড়ুধষ উঁঃপয ইববৎ ও মাদক বিক্রয়ের নগদ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে। এসময় মাদক বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে আসামী জিকো রায়কে আটক করা হয়। এ ঘটনায় আটক জিকো ও সহযোগী আসামী শাহজাহান হাওলাদার’র বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।